হে অবোধ মন ত্রিলক্ষ ভুবন

হে অবোধ মন, ত্রিলক্ষ ভুবন, দৃষ্টি বন্দি মাত্র সার। আপনে আপন, নহে আপ্ত জন, আপন কে হবে আর।। আপ্ত সপ্ত অঙ্গে, থাকি আপ্ত সঙ্গে, করে শত্রুতা প্রকাশ। নিজ আত্মা ধন, নহে আপ্ত জন, আর কি কাহার আশ।। বলয়ে মকবুলে, আপে না চিনিলে, থাকিবে সকল ভিন। ত্রিলক্ষ ভুবন, সব আপ্ত জন, সাধিলে আপন চিন।। হৈলে স্বাধীন, […]

হে অবোধ মন, ত্রিলক্ষ ভুবন,
দৃষ্টি বন্দি মাত্র সার।
আপনে আপন, নহে আপ্ত জন,
আপন কে হবে আর।।

আপ্ত সপ্ত অঙ্গে, থাকি আপ্ত সঙ্গে,
করে শত্রুতা প্রকাশ।
নিজ আত্মা ধন, নহে আপ্ত জন,
আর কি কাহার আশ।।

বলয়ে মকবুলে, আপে না চিনিলে,
থাকিবে সকল ভিন।
ত্রিলক্ষ ভুবন, সব আপ্ত জন,
সাধিলে আপন চিন।।

হৈলে স্বাধীন, হবে না অধীন,
সর্বত্রে হবে আপন।
স্বর্গ নিকেতন, নরক দাহন,
নহে ভিন্ন কদাচন।।

নাশিয়ে আপনে, সাধিল যে জনে,
দু’কূলে হৈল অক্ষয়।
শত্রু দমি যাবে, সব মিত্র হবে,
সর্বত্রে পাইবে জয়।।

মকবুল অধীন, পেতে আপ্ত চিন,
সেব ভাণ্ডারী চরণ।
ত্রিলক্ষ ভুবনে, জ্ঞানের নয়নে,
সকলি আত্মীয় জন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

হে অবোধ মন ত্রিলক্ষ ভুবন