গাড়ি আসলে চলে যাব

গাড়ি আসলে চলে যাব, স্টেশনে রইলাম বসিমুসাফির সাজিয়া আইলাম, দুই দিনের পরবাসী। এমন সাজন সাজাইবো,রাজকীয় পোষাকসাদা বসন পরাইবো, আতর গোলাপ।সুন্দর এই মাটির দেহ, মাটিতে যাবে রে মিশি।। খুলে নিবে হাতের বালা, কোমরের রেশমভাই-বন্ধু সেদিন কেহ হবে না আপন।আঁধার ঘরে থাকব একা, নাইরে কোন পরশী।। আত্মীয়-স্বজনে করবে স্বার্থের কান্দন,বলবে তাড়াতাড়ি নিয়ে চল করিতে দাফন।মোরে একা ঘরে […]

গাড়ি আসলে চলে যাব, স্টেশনে রইলাম বসি
মুসাফির সাজিয়া আইলাম, দুই দিনের পরবাসী।

এমন সাজন সাজাইবো,রাজকীয় পোষাক
সাদা বসন পরাইবো, আতর গোলাপ।
সুন্দর এই মাটির দেহ, মাটিতে যাবে রে মিশি।।

খুলে নিবে হাতের বালা, কোমরের রেশম
ভাই-বন্ধু সেদিন কেহ হবে না আপন।
আঁধার ঘরে থাকব একা, নাইরে কোন পরশী।।

আত্মীয়-স্বজনে করবে স্বার্থের কান্দন,
বলবে তাড়াতাড়ি নিয়ে চল করিতে দাফন।
মোরে একা ঘরে দিয়ে আসলো নিমাইয়া দেশবাসী।।

লেখক : আবদুল গফুর হালী

error:

গাড়ি আসলে চলে যাব