মন আমার সঙ্গি যোগাড় কর, মন আমার সঙ্গি যোগাড় কর।
স্থানে স্থানে আছে তোর, সঙ্কট বিস্তর।।
মুর্শিদ মোহন মুরতি, হৈয়াছে যার হৃদয় জ্যোতি।
সেই জ্যোতি লক্ষে তোর, সঙ্কট তরণ।।
আয়ু যখন ফুরাইবে, শমন এসে দেখা দিবে।
ভয়ঙ্কর কসি নিবে, তোর প্রাণ ধন।।
মুর্শিদের প্রেম ভাবে, তোর ছবি যে সাধিবে।
মৃতুকালে দেখা দিবে, তাড়াবে শমন।।
শমন সে তোর ধারে কি ধার, তোর সঙ্গে আছে কি কার।
সে তো প্রাণি আমার হাতে, করছে সমর্পণ।।
যারে শমন এখান থাকি, পুনঃ যেন নাহি দেখি।
আমার মুরিদের সঙ্গে, তোর কি প্রয়োজন।।
তখন শমন চলি যাবে, গুরু স্বর্গ ফুল দেখাবে।
ফুল দেখিয়া ছাড়ি দিবে পরাণে চেতন।।
নূরী তবক দেবগণে, আনি দিবে সেই স্থানে।
তবকে রাখিয়ে নিবে, ইল্লিনে তখন।।
স্বর্গ দ্বার খুলি দিবে, ফেরেস্তা জয়ধ্বনি দিবে।
মারহাবা মারহাবা ধ্বনি, করিবি শ্রবণ।।
নূরী শয্যা বিছাইবে, হস্তে হস্তে তারে নিবে।
সেই শয্যায় বসাইবে, সোলতান মতন।।
নিরাঞ্জনে সমাদরে মারহাবা বলিয়ে তোরে।
মকবুল বানায়ে তবে, করিবে গ্রহণ।।
আনন্দের কি সীমা তবে, জোয়ারে রহমতে রবে।
হুর গেলমান খাড়াইবে, খেদমত কারণ।।