লাগাই তোরে প্রেম ডুরি,
প্রাণ থাকিতে ও প্রাণের নাথ দিবনা ছাড়ি।
বাপের বাড়ি এলাম ছাড়ি তুই বন্ধুয়ারে প্রেম করি।।
তোমার মনে আমার মনে একি প্রেমের রীত,
কন সতীনের যুক্তি ধরি ভাঙ্গিলাম পিরিত।
বন্ধুর কাছে রসের কথা যেবা হয় রসিক নারী।।
বন্ধু আমার রং মহল ঘরে,
লোহার কেবার তালা মারা যাইতে না পারে।
ঘাটার আগাত ডাক বাংলা জোড়া যুইগ্যা তিন বাড়ি।।
বুঝিলাম তোর পাষাণ অন্তর,
হাতে ধইরলাম পায়ে ধইরলাম কইরলনা উত্তর।
কহে হীন খাইরুজ্জামা আর্জি দিয়ুম কালেক্টরি।।