যেই ভাবে আমি দেওয়ানা
“গুরু” যে তাপে আমি মাস্তানা।
গুপ্ত ভেদ রাখতে গো পারলাম না।।
অদৃষ্টের অমঙ্গল আমার,
নরকুলে গুপ্তবাক্য হইল প্রচার।
প্রেমভেদ প্রকাশি আমার, কুলমান রইল না।।
কহি হীন করিম অধীন,
কলির অসত্য যত দিতে নাহি পারি চিন।
ভালবাসা ভালবাসি, পেলাম কত যাতনা।।