আজ কেন রস সিন্ধু লহরিত ঘনে ঘন।
কেমন রসিক সেই, প্রেম তরীতে আরোহন।।
কেহ নাচে কেহ গায়, হারমনি সেতারা বাঁজায়।
অপূর্ব রঙ্গিলা শোভা মাইজভাণ্ডারে আয়োজন।।
গুনে ত্রিভূবন জুড়ে নব দণ্ড হাতে ধরে।
বসেছেন মওলানা বাবা সভাপতির সুভাসন।।
যে দেখে নূরীতন, পাপ তার হয় মোচন।
কাবাতে তাওয়াফ করে যেন আসে হাজ্বীগণ।।
আরফাতের মাঠে যায়, কত অর্থ ব্যয় তথায়।
দাসগণের শত হজ্ব গাউসধনের নিমন্ত্রণ।।
অবোধ করিমের মন, কাবা যেতে নাহি ধন।
বাবাজ্বী মওলানা মাইজভাণ্ডারীর ভজ শ্রীচরণ।।