আদম জাতি হাম খোদা ননাইয়া

আদম্ জাতি হাম্, খোদা ননাইয়া, হাতুঁছে আপনে হামকো বানায়া।। বানাকে হামকো, মর্ম ভেদিয়া, বানাইছে আপনা, প্রতিনিধিয়া।। খোদানে হামকো, আপনা ছুরত্, বানাকে ছবপর্, ছরদার কিয়া। ছোলতানী টুপি, হামারী মাথে, ধরকরকে হামকো ছজদা করায়া।। নামুঁকা মোট, গুনুঁকা সাগর, বানাকে হামকো ছোলতানী দিয়া। নামুঁ গুনুঁকা মজমুআ করকে, আপনা ইছমে আজম্ বানায়া।। মকবুল আপনে যুকি হ্যায় সাধন, আলবত্তা ইছমে […]

আদম্ জাতি হাম্, খোদা ননাইয়া,
হাতুঁছে আপনে হামকো বানায়া।।
বানাকে হামকো, মর্ম ভেদিয়া,
বানাইছে আপনা, প্রতিনিধিয়া।।

খোদানে হামকো, আপনা ছুরত্,
বানাকে ছবপর্, ছরদার কিয়া।
ছোলতানী টুপি, হামারী মাথে,
ধরকরকে হামকো ছজদা করায়া।।

নামুঁকা মোট, গুনুঁকা সাগর,
বানাকে হামকো ছোলতানী দিয়া।
নামুঁ গুনুঁকা মজমুআ করকে,
আপনা ইছমে আজম্ বানায়া।।

মকবুল আপনে যুকি হ্যায় সাধন,
আলবত্তা ইছমে আজমকো পায়া।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আদম জাতি হাম খোদা ননাইয়া