আমি শ্যামের ভাবে পাগলা

আমি শ্যামের ভাবে পাগলা, আমি শ্যামের ভাবে পাগলা। চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া) চল সখী কুল, শ্যামের প্রেমে ত্যাজি মোরা জাতি মান কুল। কি করিব কুল মানে প্রেম মদে মাতওয়ালা।। কলঙ্ক ভূষণ পরি, দলাদলী পুস্প তুলি বনে বন। বিনা সুতে মালা গুঁইথে পরাই শ্যামের গলা।। দু’নয়ন জলে, ধোয়াই চরণ সমাদরে লিয়ে কোলে। নিরীক্ষি […]

আমি শ্যামের ভাবে পাগলা, আমি শ্যামের ভাবে পাগলা।
চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

চল সখী কুল, শ্যামের প্রেমে ত্যাজি মোরা জাতি মান কুল।
কি করিব কুল মানে প্রেম মদে মাতওয়ালা।।

কলঙ্ক ভূষণ পরি, দলাদলী পুস্প তুলি বনে বন।
বিনা সুতে মালা গুঁইথে পরাই শ্যামের গলা।।

দু’নয়ন জলে, ধোয়াই চরণ সমাদরে লিয়ে কোলে।
নিরীক্ষি জুড়াই আঁখি শ্যামের ষোল কলা।।

মিলিয়া মিশিয়া, রঙ্গে রঙ্গে অঙ্গে অঙ্গে ভাবে আলিঙ্গিয়া।
নানা ছলে কৌতুহলে খেলি গো প্রেম খেলা।।

বলরে মকবুলে, প্রেমে জ্বলি মরে যেই তরে দুই কুলে।
চল মাইজভাণ্ডারে যাই হেরিগো প্রেম লীলা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আমি শ্যামের ভাবে পাগলা