প্রেম রেলে চড়তে যদি, মন পথিকের বাসনা আছে।
জেগে উঠে দ্রুত চল, টিকেট নেওয়ার বেল পড়েছে।
নেত্র-নদীর স্রোত জলে, মুখখানি তোর প্রক্ষালিলে।
আর কিরে তোর অবহেলা, অলসতা থাকবে কাছে।
সঙ্গে আছে ছয়জন কুলি, তাদের মাথে বোঝা তুলি।
ত্বরা করি যাওনা চলি, সঙ্গী সকল চলে গেছে।
মোর্শেদাবাদ স্টেশনে, যেয়ে সুখ শান্ত মনে।
ভক্তি মুদ্রা হাতে নিয়ে, দাঁড়াও টিকেট বাবুর কাছে।
কত শত লোকের ভীড়, সব ঠেলিয়ে হয়ে স্থির।
ডেকে ডেকে বল বাবু, রসুলপুরের টিকেট আছে।
চিৎকারী ডাকিবে যবে, অবশ্য সে শুনতে হবে।
টিকেট দিয়ে হুকুম দিবে, চড়তে গিয়ে নেচে নেচে।
রসুলপুরে আছে পুনি, টেকেটাদীর প্রদর্শনী।
তথা হন্তে একই চালে, যাবে এলাহাবাদের বিচে।
প্রেমতলা রস খেলা, সেই দেশে রসিকের মেলা।
সেই দেশেতে গিয়ে কত, অমরত্ব লাভ করেছে।
পথ শ্রান্তি মনের ভ্রান্তি, সব যেয়ে তোর হবে শান্তি।
প্রেম রসে দেখবিরে তোর, হৃদয় ভাণ্ড ভরে গেছে।
সেই দেশের আশা ধরি, আত্মা সমর্পণ করি।
করিম শ্রীগুরু, মাইজভাণ্ডারী দ্বারে দাঁড়ায়েছে।