শুন জগৎ বাসীগণ এই তৌহিদের

শুন জগৎ বাসীগণ, এই তৌহিদের বিবরণ, খোদা রসূল গুরুজন ভিন্ন নহে কদাচন।। হৃদয় বাতি জ্বালাইলে, তৌহিদের তত্ত্ব মিলে, ষোল আনায় টাকা হলে চল্লিশ সেরে এক মন।। যত মাখন মাঠার পানি, ভিন্ন ভিন্ন সবাই জানি, সমুদয় যোগ করিলে দুগ্ধ বলে সর্বজন।। ভাবী দেখ মনে মন পঞ্চতলে একজন, আব আতস খাক বাদ আর দেখ পরাণ ধন।। একিন […]

শুন জগৎ বাসীগণ, এই তৌহিদের বিবরণ,
খোদা রসূল গুরুজন ভিন্ন নহে কদাচন।।

হৃদয় বাতি জ্বালাইলে, তৌহিদের তত্ত্ব মিলে,
ষোল আনায় টাকা হলে চল্লিশ সেরে এক মন।।

যত মাখন মাঠার পানি, ভিন্ন ভিন্ন সবাই জানি,
সমুদয় যোগ করিলে দুগ্ধ বলে সর্বজন।।

ভাবী দেখ মনে মন পঞ্চতলে একজন,
আব আতস খাক বাদ আর দেখ পরাণ ধন।।

একিন হইলে একের পরে ঈমানদার বলে তারে,
এক ভিন্ন দুই জানিলে মোশরেক সেই জন।।

এক জানিলে সমুদয় ঈমান কামেল হয়,
লা ইলাহা ইল্লাল্লাহু শুধু মুখের আলাপন।।

তৌহিদের তত্ত্বমূলে হীন দাস লতিফ বলে,
হৃদের পর্দা খুলে দিলে এক দেখা যায় ত্রিভুবন।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

শুন জগৎ বাসীগণ এই তৌহিদের