নিশি শেষে যোগী বেশে কান্ত বিহনে,
প্রেম তাড়নায় বাঁশী হাতে গেলেম বাগানে।
গোলাপ পুষ্প ডালে ডালে সমীরণে মধু হেলে,
গাহে অলি গুণ গুণ পুষ্প আসনে।
কোকিলের কুহু স্বরে, হাতের বাঁশী গেল পড়ে,
প্রেম সাগরে ঢেউ উঠিল কান্ত স্মরণে।
কহে দাস হাদী হীনে আর যাইওনা ফুল বাগানে,
কুঞ্জবন নরক হেন বঁধুয়া বিনে।