চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার

(ওরে) চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার রে, অবলা সরলা ধনী না জানি সাঁতার রে। প্রেমসিন্ধু দিয়ে পাড়ি, বেলা আছে দন্ড চারি, (আমার) ভাবিতে ভাবিতে দিন যায় রে। সিন্ধু খেলে নিজ রঙ্গে, তরী ভাসে প্রেমতরঙ্গে, (আমার) ভাসিতে ভাসিতে দিন যায় রে। শীঘ্র চালাই প্রেমতরী (পার) কর কান্ত মাইজভাণ্ডারী, সিন্ধু পারে হাদীর নিস্তার রে। লেখক: আবদুল হাদী […]

(ওরে) চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার রে,
অবলা সরলা ধনী না জানি সাঁতার রে।

প্রেমসিন্ধু দিয়ে পাড়ি, বেলা আছে দন্ড চারি,
(আমার) ভাবিতে ভাবিতে দিন যায় রে।

সিন্ধু খেলে নিজ রঙ্গে, তরী ভাসে প্রেমতরঙ্গে,
(আমার) ভাসিতে ভাসিতে দিন যায় রে।

শীঘ্র চালাই প্রেমতরী (পার) কর কান্ত মাইজভাণ্ডারী,
সিন্ধু পারে হাদীর নিস্তার রে।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

চরণতরী প্রেমসিন্ধু শীঘ্র কর পার