হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি

হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি ভাণ্ডারীরে। হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে। হিংসা করে ভক্তগণে, ধর্ম তত্ত্ব নাহি মানে, বুঝি নিব হিসাব দিনে নিন্দা করে ছিল কারে। শয়তানের আওলাদ যারা, হিংসা নিন্দা ভাণ্ড ভরা, পরের দোষ দেখে তারা নিজের দোষ বুঝিতে নারে। হালকা জিগির ভক্তে করে, তাদের মাথায় বজ্র পরে, শরিয়তের হুঙ্কার […]

হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি ভাণ্ডারীরে।
হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে।

হিংসা করে ভক্তগণে,
ধর্ম তত্ত্ব নাহি মানে,
বুঝি নিব হিসাব দিনে নিন্দা করে ছিল কারে।

শয়তানের আওলাদ যারা,
হিংসা নিন্দা ভাণ্ড ভরা,
পরের দোষ দেখে তারা নিজের দোষ বুঝিতে নারে।

হালকা জিগির ভক্তে করে,
তাদের মাথায় বজ্র পরে,
শরিয়তের হুঙ্কার ছাড়ে মূল শরিয়ত বুঝতে নারে।

শরিয়তি হলে পরে
হিংসা করে কোন বিচারে,
শরিয়ত নয় মারফতও নয় জাহান্নামের রাস্তা ধরে।

রমেশ বলে দুঃখে জ্বলি,
মাইজভাণ্ডারের বদনাম তুলি,
ঠকালি কি ঠকে গেলি বুঝবি বেটা কয় দিন পরে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি