সারা দুনিয়ায় সারা পড়েছে গাউসুল আজম,
মলয় পবন গায় ঘন ঘন গাউসুল আজম গাউসুল আজম।
শব্দ বাদ্য সুর যত,
হতেছে অবিরত,
বৌ কথা কও পাখীর মত, আমি শুনি গাউসুল আজম।
বজ্রনাদে জল কল্লোলে
পশুর ডাকে পাখীর বোলে,
আমি শুনি আমার হালে, প্রতিশব্দ গাউসুল আজম।
রমেশ বলে বুঝেছি সব,
দুনিয়াময় একটি কলব,
সেই কলবে করে তলব, গাউসুল আজম গাউসুল আজম।