সরিয়তের কিতাবেতে সজিদা গুনা লিখেছে।
মৌলবী মৌলানা বলে কোরানেও তা নিষেধ আছে।।
খোদাতালা হুকুম করে আদমকে সজিদার তরে।
আজাজিলে ওদল করে শেষ কালে সয়তান হয়েছে।।
ভেবে দেখ আপন দিলে, নূরের ঘেরা ভূমণ্ডলে,
গাছে মাছে এক দেখিলে তার সজিদা দোরজ আছে।
রমেশ কয় তাড়াতাড়ি, না বুঝে সে গোলমাল করি
যদি একের ঘরে যেতে পারি তারপর সে না পরাণ বাঁচে।।