শ্যামে একি প্রেম করিল

শ্যামে একি প্রেম করিল, শ্যামে একি প্রেম করিল। জীবন যৌবন আমার ছলে হরিল।। বন্ধুর তীর বিষধার, অষ্ট অঙ্গ বিদারিছে যে বিষে আমার। না জানি কোনখানে থাকি বন্ধু শর হানিল।। কে জান সে বিষের ঝাড়া, ঐ অষ্ট অঙ্গে দিতে প্রেমেরি জোড়া। ত্রিভুবন তালাসিলাম সে ডাক্তার না পাইল।। ছালামে জানাইছি মনান্তর, মম প্রিয় বিনে নাহি সে বিষের […]

শ্যামে একি প্রেম করিল, শ্যামে একি প্রেম করিল।
জীবন যৌবন আমার ছলে হরিল।।

বন্ধুর তীর বিষধার,
অষ্ট অঙ্গ বিদারিছে যে বিষে আমার।
না জানি কোনখানে থাকি বন্ধু শর হানিল।।

কে জান সে বিষের ঝাড়া,
ঐ অষ্ট অঙ্গে দিতে প্রেমেরি জোড়া।
ত্রিভুবন তালাসিলাম সে ডাক্তার না পাইল।।

ছালামে জানাইছি মনান্তর,
মম প্রিয় বিনে নাহি সে বিষের ডাক্তার।
না জানি কি মনে করি বন্ধু চাহিয়া রহিল।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

error:

শ্যামে একি প্রেম করিল