শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী

শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী। নিয়ে এসেছ পাতকি তরণে তরী, কে বুঝিবে বল মহিমা তোমার। হুর গেলেমা, পরী, ফেরেস্তা, জীনে, তোমার খেদমত মাগে নিশি দিনে, হর্তা কর্তা তুমি তামাম দুনিয়ার। কদম পরশে পবিত্রা ধরণী, ঝলমল ঝলমল রূপের ছটানুরাণী, গোপন রূহানী প্রেম করেছ প্রচার। দয়ার সাগর বাবা সত্যের প্রতীক, রূপ-ভুপতি তুমি কলবের মালিক, রমেশ আশ্রিত কদমে তোমার। […]

শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী।
নিয়ে এসেছ পাতকি তরণে তরী, কে বুঝিবে বল মহিমা তোমার।

হুর গেলেমা, পরী, ফেরেস্তা, জীনে, তোমার খেদমত মাগে নিশি দিনে,
হর্তা কর্তা তুমি তামাম দুনিয়ার।

কদম পরশে পবিত্রা ধরণী, ঝলমল ঝলমল রূপের ছটানুরাণী,
গোপন রূহানী প্রেম করেছ প্রচার।

দয়ার সাগর বাবা সত্যের প্রতীক, রূপ-ভুপতি তুমি কলবের মালিক,
রমেশ আশ্রিত কদমে তোমার।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী