শুন শুন ঐ বাজিছে ঐ মওলার বাঁশী আজব শানে,
বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে।
গাউচিয়তের সুরে বাঁশী,
বাজিতেছে দিবা নিশি,
কি মধুর মাওলার বাঁশী না জানি কি টোনা জানে।
যখন বাঁশীর শব্দ ছুটে,
মনকের কানে কাটা ফুটে,
আসেকি মেমা লুটে যার যেমন কান তেমনি শুনে।
বাঁশী বাজে লাছতে,
মাওলার খাস গদিতে,
জব্রুত মলকুত নাছুতে, ঘুমন্ত জাগায়ে আনে।
কুতুব আবদীল ওলিগণে,
জরুরা করে বাঁশী তানে,
মাওলার বাঁশী গুণ জানে, যমুনা জল উজান টানে।
দয়াল বাবা মাইজভাণ্ডারী
রমেশেরে দয়া করি,
প্রাণ মন্দিরের কপাট খুলি বাঁশী বাজাও নিশি দিনে।