যে চিনেছে প্রিয়া তোরে

যে চিনেছে প্রিয়া তোরে জীবন রাখা হইল ভার, ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার। মজনু বানাইলা যারে, কি লাভ তার এ সংসারে, তুমি প্রিয়তমা বিনে নাহি গো নিস্তার আর। ফরহাদ যেমন শিরি বিনে, মজনু যেমন লাইলী বিনে, অবশেষে প্রেমানলে জ্বলি হইল ছারখার। স্বর্গ সুখ অভিলাষ, রাখে না তোর হাদী দাস, স্বর্গ উপাধিক সুখ তুই […]

যে চিনেছে প্রিয়া তোরে জীবন রাখা হইল ভার,
ইষ্ট মিত্র ঘর বাড়ী সব ছাড়ে একাকার।

মজনু বানাইলা যারে, কি লাভ তার এ সংসারে,
তুমি প্রিয়তমা বিনে নাহি গো নিস্তার আর।

ফরহাদ যেমন শিরি বিনে, মজনু যেমন লাইলী বিনে, অবশেষে প্রেমানলে জ্বলি হইল ছারখার।

স্বর্গ সুখ অভিলাষ, রাখে না তোর হাদী দাস,
স্বর্গ উপাধিক সুখ তুই বন্ধুয়ার দরবার।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

যে চিনেছে প্রিয়া তোরে