যে খিড়কীয়ে বিরাজ কর

যে খিড়কীয়ে বিরাজ কর তোমায় আমি চিনি শ্যাম। নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম।। সব থেকে হৈয়ে ভিন, লুকাইলা আপ্ত চিন। সবা সঙ্গী হৈয়ে পুনঃ কর আপে নানা কাম।। আল্লা আল্লা জপনা, সবে করে রব্বানা। কাবা ও মসজিদে যবে বিরাজিলা তুমি শ্যাম।। মণ্ডপ মন্দিরে যাই, ছল বাহানা পলাই। ঈশ্বর ঈশ্বর বৈলে, প্রকাশিলা নিজ নাম।। মকবুল […]

যে খিড়কীয়ে বিরাজ কর তোমায় আমি চিনি শ্যাম।
নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম।।

সব থেকে হৈয়ে ভিন, লুকাইলা আপ্ত চিন।
সবা সঙ্গী হৈয়ে পুনঃ কর আপে নানা কাম।।

আল্লা আল্লা জপনা, সবে করে রব্বানা।
কাবা ও মসজিদে যবে বিরাজিলা তুমি শ্যাম।।

মণ্ডপ মন্দিরে যাই, ছল বাহানা পলাই।
ঈশ্বর ঈশ্বর বৈলে, প্রকাশিলা নিজ নাম।।

মকবুল দিওয়ানা জন, প্রেমেতে হরিল মন।
মাওলানার বেশে যবে, মাইজভাণ্ডারে লীলা ঠাম।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

যে খিড়কীয়ে বিরাজ কর