মায়ার ধোকায় বোকা হয়ে

মায়ার ধোকায় বোকা হয়ে কারে কর অন্বেষণ। আপন ঘরে গোপন বন্ধু খুলে দেখ জ্ঞান নয়ন। রুমাল রাখি নিজ পকেটে তালাশ কর হাটে মাঠে, হৃদ মাঝারে আপন ঘটে করলি না কেন নিরক্ষণ। ঘরের বৌ তোর রসের চাকা, বাহিরে কি চুষলি বোকা, টাকার বিকার ঘুরলি একা কাবা কাশী বৃন্দাবন। ভেবেছ যারে অন্তরে, দূরে নয় সেত অন্তরে, গুরু […]

মায়ার ধোকায় বোকা হয়ে কারে কর অন্বেষণ।
আপন ঘরে গোপন বন্ধু খুলে দেখ জ্ঞান নয়ন।

রুমাল রাখি নিজ পকেটে
তালাশ কর হাটে মাঠে,
হৃদ মাঝারে আপন ঘটে করলি না কেন নিরক্ষণ।

ঘরের বৌ তোর রসের চাকা,
বাহিরে কি চুষলি বোকা,
টাকার বিকার ঘুরলি একা কাবা কাশী বৃন্দাবন।

ভেবেছ যারে অন্তরে,
দূরে নয় সেত অন্তরে,
গুরু কৃপা করে যারে, তৎক্ষণাৎ হয় দরশন।

ভেবে রমেশে বলে,
ঘুরে কি ফল বন জঙ্গলে,
অসীম সিনাতে খেলে সব ঘটে এক নিরঞ্জন।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মায়ার ধোকায় বোকা হয়ে