মাওলা তোমার আজব লীলা বুঝে নারে যোগী ঋষি।
কারে হাসাও কারে কাঁদাও কারে কর বনবাসী।
কেহ পেটের দায়ে দিন ভিখারী, কেহ করে ডাকাত-চুরি,
কারও হাতে লাগাও বেড়ি কারও গলায় দিচ্ছ ফাঁসী।
কারও অন্ন বস্ত্র নাহি মিলে, কেহ থাকে গাছের তলে,
কারও সোনার থালে দুধ ভাত মিলে, কেহ পড়ে রয় উপবাসী।
মানব কুলে জন্ম নিয়ে, তোমাকে না চিনতে পেয়ে,
সুখের দুঃখের বোঝা বয়ে কয় বার যাই আর কয় বার আসি।
রমেশ বলে ভাবি মনে, গোল বাজাই আবরণে,
তুমি আমি একই স্থানে আমি কি আর ভিন্ন দেশী।