মাইজভাণ্ডারীর চরণ তরী

মাইজভাণ্ডারীর চরণ তরী প্রেম সাগরে ভেসে যায়। ভক্তি মুদ্রা নিয়ে তারা, রসিক জনে পার করায়।। বড় মাঝি বড় দানা, উড়ায়েছে প্রেমের বানা। বুঝিয়া বাতাসের ভাও, মনোমত পাল খাটায়।। প্রেম মন্ত্র প্রেম তন্ত্র, তরী ভরা প্রেমের যন্ত্র। এমন চতুর মাঝি, দৃষ্টিতে নৌকা চালায়।। প্রেমের খেলা প্রেমের মেলা, সন্ধ্যা সমীরণ বেলা। রসিক আরোহিগণ, রঙ্গরসের গীতি গায়।। প্রেম […]

মাইজভাণ্ডারীর চরণ তরী প্রেম সাগরে ভেসে যায়।
ভক্তি মুদ্রা নিয়ে তারা, রসিক জনে পার করায়।।

বড় মাঝি বড় দানা, উড়ায়েছে প্রেমের বানা।
বুঝিয়া বাতাসের ভাও, মনোমত পাল খাটায়।।

প্রেম মন্ত্র প্রেম তন্ত্র, তরী ভরা প্রেমের যন্ত্র।
এমন চতুর মাঝি, দৃষ্টিতে নৌকা চালায়।।

প্রেমের খেলা প্রেমের মেলা, সন্ধ্যা সমীরণ বেলা।
রসিক আরোহিগণ, রঙ্গরসের গীতি গায়।।

প্রেম খেলা শান্ত হলে, প্রেমের হৃদয় ভরিয়ে গেলে।
ধীরে ধীরে প্রেম তরী, লাগায় দিবেন কিনারায়।।

ওপারেতে প্রেমোদ্যানে, সুমিলন সুধা পানে।
প্রেমে মত্ত মাতোয়ারা, ত্রিজগত ভুলে যায়।।

প্রেম খেলার ইচ্ছা যার, সে যাবে যমুনার পাড়।
প্রাণ ভরা ভক্তি নিয়ে, তোরা কে কে যাবি আয়।।

করিমে কয় আয়না তোরা, প্রেমের তরী ঘাটে খাড়া।
দৃষ্টি দানে ত্বরায় নিবেন, দয়াল বাবা মাওলানায়।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

মাইজভাণ্ডারীর চরণ তরী