মন ভ্রমর সকল ফুলে মজাইওনা মন।
ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ।।
সুরূপ সৌরভ জ্যোত আছে এ নিকুঞ্জে যত।
মাত্র সেই পুস্প জ্যোতে, সুচারূ লক্ষণ।।
মূলে সেই এক পুস্প, নানা গুণে ধারি রূপ।
বক্রী নেত্রে ছল চক্রে, ভব কুঞ্জবনে।।
বক্রীতা ত্যাজিয়া মনে, যে দর্শে এ কুঞ্জবন।
না পাইবে মাওলানা মকবুল ভিন্ন জন।।