মন বেটা তুই কোন সাধনে

মন বেটা তুই কোন সাধনে হঠাৎ প্রেমিক হয়ে গেলি। প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি। দাড়ি চুল জটা ফোটা, আছবিছরা হাতে চিমটা, প্রেম শব্দ কি গাছে গোটা, হাত বাড়ায়ে লাগত পালি। ফুল বাগানে দেখা পেয়ে, লজ্জা ধর্ম বিসর্জিয়ে, কয়েস গেল মজনু হয়ে, মুখে শব্দ লায়লি লায়লি। চণ্ডীদাস রজকিনী প্রেম করে তারা জানি, প্রেম […]

মন বেটা তুই কোন সাধনে হঠাৎ প্রেমিক হয়ে গেলি।
প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি।

দাড়ি চুল জটা ফোটা,
আছবিছরা হাতে চিমটা,
প্রেম শব্দ কি গাছে গোটা, হাত বাড়ায়ে লাগত পালি।

ফুল বাগানে দেখা পেয়ে,
লজ্জা ধর্ম বিসর্জিয়ে,
কয়েস গেল মজনু হয়ে, মুখে শব্দ লায়লি লায়লি।

চণ্ডীদাস রজকিনী
প্রেম করে তারা জানি,
প্রেম করে ব্রজ গোপিনী, পেয়ে ছিল বনমালী।

রমেশ কি কপাল মন্দ,
রয়ে গেল কামের গন্ধ,
প্রেম দরজায় তালা বন্ধ বাবা জানে দেনা খুলি।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মন বেটা তুই কোন সাধনে