মন বিদেশী পাখি চল

মন বিদেশী পাখি চল এবে প্রিয়ার চিন দেশে। শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে।। ময়না প্রেমপুরে যেয়ে হুস বহাল গুলি খেয়ে। নিত্য কোরান পড়হ দিল্লীর দ্বারে বৈসে।। মম মাওলা প্রাণধন, ছলে হৈয়াছে গোপন। ছুরতী কোরান পাঠে চিহ্ন পায়ে এদেশে।। আলিফ লাম মীম অক্ষর, তার মর্ম ঘোরতর। চিনয়ে মাওলানা ধনে, সে মরমে প্রবেশে।। হজরত মাওলানা […]

মন বিদেশী পাখি চল এবে প্রিয়ার চিন দেশে।
শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে।।

ময়না প্রেমপুরে যেয়ে হুস বহাল গুলি খেয়ে।
নিত্য কোরান পড়হ দিল্লীর দ্বারে বৈসে।।

মম মাওলা প্রাণধন, ছলে হৈয়াছে গোপন।
ছুরতী কোরান পাঠে চিহ্ন পায়ে এদেশে।।

আলিফ লাম মীম অক্ষর, তার মর্ম ঘোরতর।
চিনয়ে মাওলানা ধনে, সে মরমে প্রবেশে।।

হজরত মাওলানা ধন, সেই প্রেম মহাজন।
মকবুলে দর্শন পেল তাঁহান প্রেমে মিশে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মন বিদেশী পাখি চল