মন আর কত পোলার মত করবি ধূলে গড়াগড়ি।
পেঁচার মত হবি কত ধূল মাখিয়ে চুল দাঁড়ি।।
পোলা ছেলা ধূল পুতুলা, টাকা পয়সা মাটির ঢিলা।
আর যত জাগাজমি, কিবা তোমার জমিদারী।।
নিজ অঙ্গ মাটির ঘটি, মালধন সব মাটি।
আর যত ক্ষেত কৃষি, কিবা তোমার কোঠা বাড়ি।।
আরশের পাক পাখি ছিলি, ভবে আসি পেঁচা হলি।
নিজ মান হারাইলি, করি ধূলে গড়াগড়ি।।
পাখা ঝাড় ধূলা ছাড়, পরিষ্কার হও একবার।
আর্শের কাঙ্গুড়া পরে, চড় এবে মাটি ছাড়ি।।
যদি তন মাটির পরে, বুটি দি কিমিয়া গরে।
মাটির ঘটি স্বর্ণ করে, দু’কূলে তোর বাহাদুরী।।
মকবুল নাদানে বলে, কিমিয়া গর আদম ছলে।
মাইজভাণ্ডারে বসি খেলে, প্রাণ সখা মাইজভাণ্ডারী।।