মন আমার সঙ্গি যোগাড় কর, মন আমার সঙ্গি যোগাড় কর।
একলা ঘরে যেতে হবে, কবর ভিতর।।
আন্ধার মন্ডব ঘরে, যখন সৈপে দিব তোরে।
থর থরাবি তখন ডরে, সে গাড় ভিতর।।
প্রাণ নিছে দূত শমনে, মাল বাঁটিছে ইষ্ট জনে।
তন খাবে কীটগণে, সঙ্গে কে আর তোর।।
বন্ধুগণে ছেড়ে যাবে, বিবি অন্য স্বামী লিবে।
খসমে বিবি আনিবে, ছুটবে বাড়ি ঘর।।
জমিদারী ছুটে যাবে, ধন গৌরব না রহিবে।
দাঁড়ী মোচ আর না মাজিবে, হইবি কাতর।।
কোঠা বাড়ি না রহিবে, কবরে চাপি ধরিবে।
হাঁড় মাংস চুর হবে, কাঁন্দিবি বিস্তর।।
মনকির নকির আসিবে অনেক সওয়াল জিজ্ঞাসিবে।
হিয়া তখন ফাটি যাবে, কম্পিবি থর্ থর্।।
আন্ধার কবর ঘরে, মুর্শিদ যে সঙ্গি করে।
সঙ্কট তার যাবে দূরে, রোশন কবর।।
প্রশ্ন উত্তর বাতাইবে, উচিত উত্তর দিবে।
সঙ্কটাদী ঘুঁচে যাবে, মুরিদ উপর।।
তার সে সঙ্কট স্থান, হবে বেহেস্তের বাগান।
বিছা যাবে ফুল বিছান, মছনদ তার পর।।
শোয়াইবে সে বিছানে, দুলাইন যেন দুলার সনে।
শুইয়ে রবি সুখ স্থানে, তাবত হাসর।।
কবর খোসাদা হবে, সুখ সীমা না রহিবে।
মারহাবা ধ্বনি শুনিবে, পাইবি আদর।।
বলবে তারে ফেরেস্তাগণে, শুইয়ে থাক সুখ বিছানে।
যেন দুলাইন দুলার সনে, মকবুল কি আর ডর।।