মনে পড়ে মুহররমের

মনে পড়ে মুহররমের কারবালার কাহিনীনবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর এজিদ বাহিনী।। মা ফাতিমা আদর করতেন যে মাথায়,সে মাথা নিল এজিদ তীরের আগায়।ইমাম হোসাইন মা ফাতিমার ছিলেন নয়নমনি।। দয়াল নবী যে গলায় করতেন আদর,সে গলায় তলোয়ার চালায় কারবালার প্রান্থর।সে ঘটনা শুনলে আমার আসে চোখের পানি।। কেমন করে দয়াল নবী ছিলেন মদিনায়,হোসাইন বলে কেঁদে উঠে সারা দুনিয়ায়।ইয়াসিন […]

মনে পড়ে মুহররমের কারবালার কাহিনী
নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর এজিদ বাহিনী।।

মা ফাতিমা আদর করতেন যে মাথায়,
সে মাথা নিল এজিদ তীরের আগায়।
ইমাম হোসাইন মা ফাতিমার ছিলেন নয়নমনি।।

দয়াল নবী যে গলায় করতেন আদর,
সে গলায় তলোয়ার চালায় কারবালার প্রান্থর।
সে ঘটনা শুনলে আমার আসে চোখের পানি।।

কেমন করে দয়াল নবী ছিলেন মদিনায়,
হোসাইন বলে কেঁদে উঠে সারা দুনিয়ায়।
ইয়াসিন বলে ইসলামের জন্য হোসাইন হলো কুরবানী।।

error:

মনে পড়ে মুহররমের