মনের কথা বলব কারে

মনের কথা বলব কারে মনের মানুষ পাইলাম না। মনের মানুষ মনে আছে মানুষ বিনে মিলেনা।। মনের মানুষ মনে বসি, বাজায় বাঁশী দিবানিশি। হৃদয়ের কান না থাকিলে বাঁশীর শব্দ শোনে না।। মানুষ যদি হইতে পারে, মনের মানুষ চিনতে পারে। না চিনলে মনের মানুষ তারে মানুষ বলেনা।। মন লতিফের কৌতুহলে চল যাই পাগলের দলে। সহজে কি মানুষ […]

মনের কথা বলব কারে মনের মানুষ পাইলাম না।
মনের মানুষ মনে আছে মানুষ বিনে মিলেনা।।

মনের মানুষ মনে বসি, বাজায় বাঁশী দিবানিশি।
হৃদয়ের কান না থাকিলে বাঁশীর শব্দ শোনে না।।

মানুষ যদি হইতে পারে, মনের মানুষ চিনতে পারে।
না চিনলে মনের মানুষ তারে মানুষ বলেনা।।

মন লতিফের কৌতুহলে চল যাই পাগলের দলে।
সহজে কি মানুষ মিলে না হইলে দেওয়ানা।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

মনের কথা বলব কারে