ভাব কিসে মন আমার

ভাব কিসে মন আমার, ভাব কিসে মন। ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন।। বায়ু মাটি জলানল, রেজা বয়জা গেজা ফল। গুপ্তে ব্যক্তে সব প্রেমের কারণ।। আর্শ কুরছি দেবগণ, নূরী নারী খাকি তন। ত্রিলক্ষ ভুবন জান প্রেমের দর্পণ।। চন্দ্র সূর্য তারাগণ, না পাইলে প্রেমধন। ত্রিজগৎ না করিত এমন রোশন।। প্রেমের এমন লীলা, নানা রঙ্গে করে খেলা। […]

ভাব কিসে মন আমার, ভাব কিসে মন।
ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন।।

বায়ু মাটি জলানল, রেজা বয়জা গেজা ফল।
গুপ্তে ব্যক্তে সব প্রেমের কারণ।।

আর্শ কুরছি দেবগণ, নূরী নারী খাকি তন।
ত্রিলক্ষ ভুবন জান প্রেমের দর্পণ।।

চন্দ্র সূর্য তারাগণ, না পাইলে প্রেমধন।
ত্রিজগৎ না করিত এমন রোশন।।

প্রেমের এমন লীলা, নানা রঙ্গে করে খেলা।
রঙ্গি কি বেরঙ্গি দ্রোহ তাঁহান খেলন।।

প্রেম ধনের মহা বিন্দু যদি না পাইত সিন্ধু।
হু-হু শব্দে না করিত তরঙ্গ এমন।।

প্রেম সুগন্ধি সুরূপে, যদি না থাকিত পুস্পে।
না করিত গুনু গুনু মধুপে ভ্রমণ।।

মকবুল নিজের মনে, না দহিলে প্রেমাগুনে।
তবে কিসে হৈত সে কলঙ্কের ভাজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

ভাব কিসে মন আমার