ভাইরে উলটা বাতাস এসেছে হুসিয়ারে রইও।
আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও।।
মাইজভাণ্ডারে নাযায়েজ কাজ কানে না শুনিও।
লম্বা কোত্তার ফাঁদে পরি ঠকি যাইবা চাইও।।
আলেম নয় আলমের পোষাক ফেরবি জানিও।
কথায় কথায় হিংসা গর্ব তারে চিনি লইও।।
হক নায়েবে রসুল যারা তাকে সম্মান দিও।
ফেরবি নিন্দুকে কভু ছায়া না লঙ্ঘিও।।
রমেশ কয় ভাণ্ডারীর ফটো মনেতে রাখিও।
সুখে দুঃখে ভাণ্ডারীরে কভুর না ভুলিও।।