বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে

বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে নফর করি, তোমার দয়াও পেলে ভূমণ্ডলে আমি আর কারে ডরি। তুমি আমার অকুলে কুল, তুমি আমার সাধনার মূল। তুমি আমার খোদা রসূল তুমি আমার কাণ্ডারী।। তুমি আমার মন ভোলা ধন, তুমি আমার অন্ধের নয়ন, আমি দেহ তুমি জীবন রাখিতে চাই হৃদয় ভরি।। তুমি আমার সাধন সিদ্ধি, তুমি আমার বিদ্যা বুদ্ধি, […]

বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে নফর করি,
তোমার দয়াও পেলে ভূমণ্ডলে আমি আর কারে ডরি।

তুমি আমার অকুলে কুল,
তুমি আমার সাধনার মূল।
তুমি আমার খোদা রসূল তুমি আমার কাণ্ডারী।।

তুমি আমার মন ভোলা ধন,
তুমি আমার অন্ধের নয়ন,
আমি দেহ তুমি জীবন রাখিতে চাই হৃদয় ভরি।।

তুমি আমার সাধন সিদ্ধি,
তুমি আমার বিদ্যা বুদ্ধি,
রমেশ পাগলা হীন বুদ্ধি বল উপায় কি করি।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বাবা ভাণ্ডারী রাখ দাসে চরণে