বাবা গাউছুল আজম নুরে আলম আমার এই নিবেদন,
আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন।।
যেদিন ভবলীলা সাঙ্গ দিয়ে,
যাব আপন কর্ম নিয়ে,
আমার নয়ন পথের পথিক হয়ে দাড়াইও তখন।।
পুলছেরাত পার হবার কালে,
পারে কিনা তোমার বোকা ছেলে,
নগণ্য কুসন্তান বলে একটু দিও শ্রীচরণ।।
আখের হিসাবের কালে,
দাড়াইলে দলে দলে,
তুমি বিনে করতে কুলে নাই আর অন্য জন।
আমার যখন যাহা দরকার করে,
সকল যেন পাই ভাণ্ডারে,
ছেলের দখল চরাচরে থাকলে বাবার ধন।।
নুরের মালা গালায় দিয়ে,
রমেশেরে দাও সাজাইয়ে,
আহাম্মদের ম ঘুচাইয়ে দিও মাওলা ধন।।