বন্ধু ছাড়িলা মোরে

বন্ধু ছাড়িলা মোরে। তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে। (বন্ধুরে) ঘরে আগুন বাহিরে আগুন শরীর হল কালা। অন্তরে বিচ্ছেদের আগুন জ্বালার উপর জ্বালা।। (বন্ধুরে) তোমার রূপ ভাবি সদা ঘুমে জাগরণে। অন্তর্যামী হয়ে আমার মন বুঝনা কেনে। (বন্ধুরে) সত্য গুরু বটে তুমি কাল সাপের গারূরি। তবে কেন বিচ্ছেদের বিষে জ্বলে পুঁড়ে মরি। রমেশ বলে যত দিন এই […]

বন্ধু ছাড়িলা মোরে।
তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে।

(বন্ধুরে) ঘরে আগুন বাহিরে আগুন শরীর হল কালা।
অন্তরে বিচ্ছেদের আগুন জ্বালার উপর জ্বালা।।

(বন্ধুরে) তোমার রূপ ভাবি সদা ঘুমে জাগরণে।
অন্তর্যামী হয়ে আমার মন বুঝনা কেনে।

(বন্ধুরে) সত্য গুরু বটে তুমি কাল সাপের গারূরি।
তবে কেন বিচ্ছেদের বিষে জ্বলে পুঁড়ে মরি।

রমেশ বলে যত দিন এই দুনিয়ায় আছি।
তোমার নাম অষ্ট অলঙ্কার মরি কিবা বাঁচি।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বন্ধু ছাড়িলা মোরে