বন্ধু কোথায় রইলে ও আমারে
শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
বন্ধু কোথায় রইলে ও আমারে ছাড়িয়া-রে।
দিল ঈমানে জানি তুমি রহিম রহমান,
ধনি আর দরিদ্র তোমার কাছে এক সমান,
পুণ্যবান পাপীরে সদা সমান কর দয়া।
আমি এ অধীন জনে চাওনা ফিরিয়া।।
(বন্ধুরে) যে দেশে নাই চৈত্র মাস আর নাই সোমবার,
সেই দেশে বসতি করি বাসনা আমার,
চৈত্র মাসের বাইশ তারিখ আর সোমবার পাইয়া,
অসময়ে গেলা ছাড়ি বুকে শেল মারিয়া।।
(বন্ধুরে) তোমার আশ্রিতা আমি গাছে যেন লতা,
প্রাণ খুলে বলিতাম কত দুঃখের সুখের কথা,
কত আশা করেছিলাম তোমারে পাইয়া।
বিনা দোষে গেলে মোরে সাগরে ভাসাইয়া।।
(বন্ধুরে) যে দিনে তোমার রূপ হেরিলাম নয়নে,
মুহুর্মুহু রূপ রাশি ভাসে আমার মনে,
নগরের ভিখারি সাজি তোমার নাম নিয়া,
রমেশের প্রাণ শান্ত কর দরশন দিয়ারে।।