বন্ধু কি টোনা জানে একটুখানি দৃষ্টি করে পরাণ ধরে টানে,
যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে।
অন্ন জল নাহি রুচে এই পোড়া পরাণে।।
বন্ধুর আশে ভ্রমি আমি সদা বনে বনে।
সাপে খেলে বিষ না লাগে বন্ধুর নামের গুণে।।
বন পোড়া হরিণীর মত জ্বলি নিশীদিনে।
রইতে কইতে সইতে নারি যে জ্বালা মোর প্রাণে।।
ধরতে গেলে ধরা দেয় না আশা দিয়ে এনে।
না বাঁচিলে ও বাঁচি রমেশ কাজ কি এই জীবনে।।