ফুলের মালা গলেরে ফুলের মালা গলে।
ফুলরাজ এল আমার ফুলের মহলে।
বসন্তে ফুটেছে ফুল তরু পত্র হেলে।
পড়েছে আনন্দ সাড়া ভ্রমরের দলে।
ফুল বিছানা পাতিয়ে দিব তুই মাওলার মহলে।
ফুলরাজ সাজায়ে তোরে তুলিয়ে লব কোলে।
বক্ষস্থল ভাসিয়ে গেল দু’নয়নের জলে।
রাধের প্রাণ শান্ত কর জড়িয়ে ধরে গলে।
জ্বলন্ত যৌবন জ্বালা জ্বলা প্রাণ জ্বলে।
এস অলি বস আমার ফুটন্ত কমলে।
বিনয় বাণী বলছে তোমার করিম পাগলে।
সহেনা বিচ্ছেদের জ্বালা ঝাম্প দিব জলে।