ফুলের তছবির তোমার ছারা

ফুলের তছবির তোমার ছারা বদন ফুল, অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল। নূরের পুতলা তুমি নূরুল আলানূর। গোস যুগল ফুল তোমার বাঁকা নয়ন ফুল। মুকুতা দন্দান তোমার রতনেরি হার। বিজলী ছটক হাসী গুঞ্চা দাহান ফুল। আমার ভ্রমর প্রাণ দেখিয়ে আকুল। হস্ত যুগল ফুল তোমার রাঙ্গা চরণ ফুল। অঙ্গের পছিনা তোমার কস্তুরী কুমকুম। পাইলে আর চাহিবে […]

ফুলের তছবির তোমার ছারা বদন ফুল,
অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল।

নূরের পুতলা তুমি নূরুল আলানূর।
গোস যুগল ফুল তোমার বাঁকা নয়ন ফুল।

মুকুতা দন্দান তোমার রতনেরি হার।
বিজলী ছটক হাসী গুঞ্চা দাহান ফুল।

আমার ভ্রমর প্রাণ দেখিয়ে আকুল।
হস্ত যুগল ফুল তোমার রাঙ্গা চরণ ফুল।

অঙ্গের পছিনা তোমার কস্তুরী কুমকুম।
পাইলে আর চাহিবে না দুলা দুলন ফুল।

করিমের গান শুনি হইয়ে আকুল।
স্বর্গ হতে বর্ষার হুরানে আদন ফুল।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

ফুলের তছবির তোমার ছারা