ফরাজী মাইজভাণ্ডার চল একবার, প্রেম দরবার।
তোমার হিংসা নিন্দা ছুটে যাবে ঘুচে যাবে অন্ধকার।
ভাণ্ডারীর আশেকে করে বেদাহাতি কাজ,
তোমার যোর গলায় আওয়াজ,
শুনা কথায় কাজ চলেনা চোখে দেখা বটে সার।
শরিয়ত বড় খিলাফ করে চেলা ভাণ্ডারীর,
তোল সব জায়গায় জিগির,
লোক ভুলানের মস্ত ফিকির টাকার লালছ দুনিয়ার।
গুণগ্রাহী সাধু সজ্জন ভ্রমরের মতন,
করে মধু আহরণ,
পচা ঘা বিষ্টার দিকে মন-মাছির দেখি আনিবার।
হক রোজা কলেমা আর নামাজ জাকাত,
ভাণ্ডারে কিছুইত নাই বাদ,
মারফত হাছেল ওয়াস্তে হালকা জরব বিধান তার।
শুচের গোহার ছিদ্র দেখে চালুন নিন্দা গায়,
তারত ছেদা সব জাগায়,
রমেশ কয় দোষ কিসে হয় এই নীতিত চিস্থিয়ার।