প্রেমের কানাই মাইজভাণ্ডারী

প্রেমের কানাই মাইজভাণ্ডারী, মদন মোহন মাওলাধন। প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ।। নূরের পুতুল নূরের ছবি, যার নূরে জগতের খুবি। নূরূন আলা-নূর নাথ নূরে আলম নূরী তন।। নৈরূপ নগর হতে, স্বরূপ রূপে এই জগতে। এসেছেন প্রেম বিলাইতে যার প্রেমে জগত রৌশন।। কে বটে সে এসেছিল, সঙ্গে কিবা এনেছিল। কি করিয়া গেলেন চলে বুঝলি না’রে গাফেলগণ।। তাওহিদের […]

প্রেমের কানাই মাইজভাণ্ডারী, মদন মোহন মাওলাধন।
প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ।।

নূরের পুতুল নূরের ছবি, যার নূরে জগতের খুবি।
নূরূন আলা-নূর নাথ নূরে আলম নূরী তন।।

নৈরূপ নগর হতে, স্বরূপ রূপে এই জগতে।
এসেছেন প্রেম বিলাইতে যার প্রেমে জগত রৌশন।।

কে বটে সে এসেছিল, সঙ্গে কিবা এনেছিল।
কি করিয়া গেলেন চলে বুঝলি না’রে গাফেলগণ।।

তাওহিদের বাগানের মালী, বিলিয়ে দিয়ে ফুলের ডালি।
ফাঁকি দিয়ে গেলেন চলি শূন্য করি সিংহাসন।।

ভাগ্যবন্ত চিনিয়ে নিল, না বুঝিল না চিনিল।
জন্ম অন্ধ জিতা মরা যত অপ্রেমিকগণ।।

এখনও তো যেতে পার, বাবাজ্বী আছেন অমর।
করিমে কয় দয়াল মাওলা দান করিবেন শ্রীচরণ।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রেমের কানাই মাইজভাণ্ডারী