প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে অন্তরে। (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই, যে জ্বালা জ্বলিছে অন্তরে। প্রেম নিশায় হয়ে ভোর, দেখতে আমার মন চোর, পরাণে মোর বাইরম বাইরম করে। (প্রাণ বন্ধুরে) যখন আমি ঘুমে থাকি, স্বপনে তোমারে দেখি, মন পাখী থাকে না পিঞ্জরে। কেন্দে মরি দিন যামিনী, তোমার প্রেমে পাগলিনী, একটু […]

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে অন্তরে।

(প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই,
যে জ্বালা জ্বলিছে অন্তরে।
প্রেম নিশায় হয়ে ভোর, দেখতে আমার মন চোর,
পরাণে মোর বাইরম বাইরম করে।

(প্রাণ বন্ধুরে) যখন আমি ঘুমে থাকি, স্বপনে তোমারে দেখি,
মন পাখী থাকে না পিঞ্জরে।
কেন্দে মরি দিন যামিনী, তোমার প্রেমে পাগলিনী,
একটু দয়া কর দুঃখীনীরে।

(প্রাণ বন্ধুরে) যদি কেহ করে দান, ছখী নাম হয় বড়ে মান,
লিখা হাদিছ কিতাবের ভিতরে।
বখিলের বেহেস্ত নাই, একগুণ দানে দশগুণ পাই,
দয়া দান দাও অভাগিরে।

(প্রাণ বন্ধুরে) যদি তোমার প্রেমিক নই, তবু তোমার আশা লই,
দিন কাটাই তোমার নাম ধরে।
রমেশ বলে দানি হয়ে, ছখি নামের সুযশ নিয়ে,
ঢঙ্কা বাজাও শাহি প্রেম দরবারে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে