প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে প্রেমাগুনে। (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ, কভু তাহা ভাবি নাই জীবনে। কুল মান সকলি গেল আপনজন বেগানা হল, নিরাশ্রয়ে আছি নিশিদিনে। (প্রাণ বন্ধুয়ারে) খলিল মুছা জাকরিয়া প্রেমের পরীক্ষা দিয়া, পাশ হইয়ে গেল এই কয় জনে। আমাদের কি প্রেম শিক্ষা, কারে কর এই পরীক্ষা, পাশ ফেল […]

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে প্রেমাগুনে।

(প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ,
কভু তাহা ভাবি নাই জীবনে।
কুল মান সকলি গেল আপনজন বেগানা হল,
নিরাশ্রয়ে আছি নিশিদিনে।

(প্রাণ বন্ধুয়ারে) খলিল মুছা জাকরিয়া প্রেমের পরীক্ষা দিয়া,
পাশ হইয়ে গেল এই কয় জনে।
আমাদের কি প্রেম শিক্ষা, কারে কর এই পরীক্ষা,
পাশ ফেল আমার তোমার ঐ চরণে।।

(প্রাণ বন্ধুয়ারে) লেগে তোমার রূপের নিশা হারালেম দুনিয়ার দিশা,
বহু আশা জাগে মনে মনে।
যদি তোমারে পাই, ধন রত্ন নাহি চাই,
দয়ায় বঞ্চিত কর কি কারণে।।

(প্রাণ বন্ধুয়ারে) যদি জোলেখা হতাম, ইউসুফ বলে দিন কাটাতাম,
একদিন পাইতাম আশা থাকতে মনে।
মজনু হলে লায়লা করি, কত করতাম দৌড়াদৌড়ি,
সেই ভাগ্য নাই পাইব কেমনে।

(প্রাণ বন্ধুয়ারে) এই কি তোমার ভালবাসা, কুল ধর্ম কর্ম নাশা,
পাগল করে ফিরাও কত জনে।
রমেশ কয় দয়া এক বিন্দু, পেলে পার হয় ভব সিন্ধু,
এই আশায় ভয় করে রয় মস্তানে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে