প্রাণ গেল ফিরে চাও

প্রাণ গেল ফিরে চাও, ওহে গোল বদন। তরু পত্র ঝরে শুনি, আমারি রোদন।। আজ যদি মরি আমি, বদের ভাগি হলে তুমি। পাছে কি উত্তর দেবে প্রভুর সদন।। আশা দিয়া না ভারাইও, আর আমারে না কাঁদাইও। ভাবানলে না জ্বালাইও, ওহে প্রাণধন।। মোর প্রেম দুঃখ দেখি, পশু পাখির চোখের পানি। শিলারাশি কাঁদে শুনে, আমারি কাঁদন।। তুমি বিনে […]

প্রাণ গেল ফিরে চাও, ওহে গোল বদন।
তরু পত্র ঝরে শুনি, আমারি রোদন।।

আজ যদি মরি আমি, বদের ভাগি হলে তুমি।
পাছে কি উত্তর দেবে প্রভুর সদন।।

আশা দিয়া না ভারাইও, আর আমারে না কাঁদাইও।
ভাবানলে না জ্বালাইও, ওহে প্রাণধন।।

মোর প্রেম দুঃখ দেখি, পশু পাখির চোখের পানি।
শিলারাশি কাঁদে শুনে, আমারি কাঁদন।।

তুমি বিনে এ সংসারে, এ দুঃখ বলিব কারে।
কে বুঝিবে করিমের বিরহ বেদন।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

প্রাণ গেল ফিরে চাও