নেকি আমি বদি আমি, ভাল আমি বুরা আমি।
ফানা আর বকা আমি, আমি যে আমি আমি না আমি।।
দিন কিবা রাত্রি আমি, নর কিবা নারী আমি।
স্বর্গ কি নরক আমি, আমি যে আমি আমি না আমি।।
আলেম আমি জাহেল আমি, আরেফ আমি কামেল আমি।
প্রেম আমি প্রেমিক আমি, আমি যে আমি আমি না আমি।।
পিতা আমি মাতা আমি, মাতা কোলে ছেলে আমি।
ছেলের হাতে খেলা আমি, আমি যে আমি আমি না আমি।।
মকবুল অধীন আমি, মাওলাজী স্বাধীন আমি।
দিলেতে এক্বীন আমি, আমি যে আমি আমি না আমি।।