নূরে খোদা জুদা নেহি নূরে হামারা।
নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা।
মেরা আঁখিমে যেছিতে ছুরত লাগা।
মেহেরবাণীছে ঐছি হামকো দেনে হোগা।।
নূরে আলমে গাউছুল মাইজভাণ্ডারী মেরা।
পার হোনেকো পোল ছেরাতমে যায়েগা যব মুজে।।
জরা মেহেরছে মেরে পার করলিয়ে তুজে।।
আউয়াল আখেরে মেরী রাহাবোর তেরা,
ছিনা জ্বলতে হরদল মুজকো দিল বেকরার,
মাশুকছে মিলে কব গাউছে মাইজভাণ্ডার।
মজনু মনুয়া হরদম ছুরত পেয়ারা।।