নিদ্রা ভেঙ্গে হওনা চেতনরে, অলসগণ।
নিদ্রা ভেঙ্গে হওনা চেতন।।
বিকালে উদরভরি, শয্যাগত গড়াগড়ি।
সারা নিশি দিচ্ছ অকারণ।।
রজনী করেছ নষ্ট, অল্প আছে অবশিষ্ট।
প্রভুর নাম করনা স্মরণ।।
এ সময় করতার, খুলিয়াছে কৃপাদ্বার।
শীঘ্র উঠে লও লুটে ধন।।
প্রভুর পবিত্র নাম, মহামন্ত্র অনুপম।
রোদন স্বরে, করগো জপন।।
নবীজ্বীর চরণ স্মরি, দরূদ সালাম পড়ি।
সকাতরে করগো রোদন।।
সদর্পে এসেছ এথা, না শুনিবে শত্রু কথা।
আসা মাত্র কেন বিস্মরণ।।
কার শর্ত ভঙ্গ করি, চল কার আজ্ঞা ধরি।
ভেবে দেখ সেই দুষ্ট কোন।।
পাপীষ্টের সঙ্গে আপনা ঈশ্বর ভজিয়ে।
নারী স্নেহ কেন কর অণ্বেষণ।।
গুরু চিনে ধর সবে, সঙ্কট সহার হবে।
সুপন্থ দেখাবে গুরুধন।।
কথোপকথন বিনে, যে তোমার নাম জানে।
তাঁর পদে দাওনা আলিঙ্গন।।
অধীন করিম বলে, পাবে মাইজভাণ্ডার গেলে।
বাবাজী মওলার শ্রীচরণ।।