না সহে উদাসী প্রাণে, বিচ্ছেদের বেদনা।
বন্ধু বিনে কি উপায়, প্রাণের সখি বলনা।।
রত্নরাজ উপাসন, ফলক্ষিত বৃন্দাবন।
কত শুনি কুহু কুহু, কুকিলের জপনা।।
ভাব নীড়ে চাতকিনী, কাম যোগে বিরহিনী।
প্রিয়নাদে শব্দ করে কামরঙ্গ কামনা।।
এতসব কামধ্বনি, তাপের তাপনী শুনি।
মাইজভাণ্ডারীর এত জ্বালা, দুঃখী প্রাণে সহেনা।।
কুকিল স্বরে সদা ডাকি, আমাকে কুশ্রী দেখি।
ঘৃণা জেগে বুঝি প্রাণে প্রত্যুত্তর দিলনা।।
উদাসী চাতকী প্রায়, করিম ডাকিয়া যায়।
দয়া বরিষণে, তৃষীত চিত্ত শান্ত করনা।।