না বুঝি লেখিছি নাম প্রেম পাঠশাল।
জাতী ভেদাভেদ আমার প্রথমে গেল।।
গেল মম কুল মান ইজ্জত হুরমত ধন।
জীবন যৌবন দিয়ে মরি না মইল।।
হল আর এক জ্বালা, জরদ লাল গোড়া কালা।
দিবারাত্র মন্দ ভালা একই হাল।।
ছালাম ছলেতে মরি, বন্দা খোদার গোলে পরি।
আহামরি প্রেমে পড়ি আমার একি জ্বালা হল।।