দেখে লও কুদরতির শান

দেখে লও কুদরতির শান, দেখে লও কুদরতির শান। ত্রিজগতের কনয়ন জ্যোতি, দেলা বাবাজান।। গাউস ধনের নয়ন মণি, ইমাম হোসাইন সানি। শশীমুখ দেখতে সবের, ফেটে যায় প্রাণ।। গুণেতে জগত ভরি, রহিছে ভাণ্ডার জুড়ি। সিংহাসনে স্বগৌরবে, শ্রীনাম তাঁহান।। মহিমার নাই ওর, শাহা বাবা দেলাওর। বিদ্যার সাগর তিনি, আউলিয়া প্রধান।। তিনি যারে দয়া করে, গাউসধনে চায় তারে। মওলানাজ্বী […]

দেখে লও কুদরতির শান, দেখে লও কুদরতির শান।
ত্রিজগতের কনয়ন জ্যোতি, দেলা বাবাজান।।

গাউস ধনের নয়ন মণি, ইমাম হোসাইন সানি।
শশীমুখ দেখতে সবের, ফেটে যায় প্রাণ।।

গুণেতে জগত ভরি, রহিছে ভাণ্ডার জুড়ি।
সিংহাসনে স্বগৌরবে, শ্রীনাম তাঁহান।।

মহিমার নাই ওর, শাহা বাবা দেলাওর।
বিদ্যার সাগর তিনি, আউলিয়া প্রধান।।

তিনি যারে দয়া করে, গাউসধনে চায় তারে।
মওলানাজ্বী বাসে ভাল, পাছে পরিত্রাণ।।

বাবাজ্বীর শ্রীচরণ, সবিনয় বিবেদন।
করিমেরে দয়া কর, বাবা দোজাহান।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

দেখে লও কুদরতির শান